পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপের স্বপ্ন পূরণের পথে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। মরক্কোর উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪৪ জন পাকিস্তানি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াকিং বর্ডার্স নামের অভিবাসী অধিকার সংস্থা জানিয়েছে, নৌকাটি মৌরিতানিয়া থেকে যাত্রা শুরু করেছিল ২ জানুয়ারি। এতে ৬৬ পাকিস্তানিসহ মোট ৮৬ জন অভিবাসী ছিলেন। পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর লক্ষ্য ছিল তাদের। কিন্তু যাত্রাপথেই নৌকাটি দুর্ঘটনায় পড়ে।
ওয়াকিং বর্ডার্সের প্রধান নির্বাহী হেলেনা ম্যালেনো জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটির যাত্রীরা ১৩ দিন ধরে সমুদ্রে চরম যন্ত্রণার মধ্যে ছিলেন। কিন্তু তাদের উদ্ধারে কেউ এগিয়ে আসেনি।
একই এলাকায় আরেকটি নৌকা থেকে মরক্কোর কর্তৃপক্ষ ৩৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। তবে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের ভাগ্য খুব ভালো না।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বেঁচে থাকা পাকিস্তানি নাগরিকরা দাখলার একটি শিবিরে আটকা পড়েছেন। তাদের সহায়তায় রাবাতে পাকিস্তানের দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। এছাড়া দূতাবাসের একটি দল দাখলায় পাঠানো হয়েছে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে।
এ ধরনের দুর্ঘটনা বিশ্বজুড়ে মানবপাচার ও অভিবাসীদের দুর্দশার ভয়াবহ চিত্র তুলে ধরে। অথচ উদ্ধার অভিযান ও আন্তর্জাতিক মহলের নীরবতা প্রশ্ন তুলছে তাদের দায়িত্ব নিয়ে।