নিউজনেস্ট

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা চালু, কত পাবেন তারা?

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা চালু, কত পাবেন তারা?
বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। ছবি : সংগৃহীত

দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর। অন্তর্বর্তী সরকার দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা চালু করতে উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ১০ শতাংশ মসজিদে এই কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হবে।

প্রাথমিকভাবে ইমামদের পাঁচ হাজার, মুয়াজ্জিনদের চার হাজার এবং খাদেমদের তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে। আগামী দিনে পর্যায়ক্রমে সব মসজিদ এই কর্মসূচির আওতায় আসবে।

ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে একটি সাত সদস্যের কমিটি গঠন করেছে। এই কমিটি মসজিদের তালিকা তৈরি এবং কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদভিত্তিক ১২ হাজার টাকা বরাদ্দের মধ্যে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সম্মানী পাবেন। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবকদেরও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসি সম্মেলনে ধর্মীয় কর্মীদের সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বাস্তবায়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি থেকে অর্থায়ন করা হবে।√

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত