নিউজনেস্ট

ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নয়াদিল্লির

ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নয়াদিল্লির
ভারত আফগানিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায়। দেশটি উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা এবং ক্রীড়া ক্ষেত্রকে সামনে রেখে দুই দেশের মধ্যকার বন্ধন আরও জোরদার করার পরিকল্পনা করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জেসওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, নয়াদিল্লি আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি উন্নয়ন খাতে সহযোগিতার পরিধি প্রসারিত করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা আফগান জনগণের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে চাই। এছাড়া আমরা তাদের প্রতিটি প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেছি।

ভারত আফগানিস্তানের ক্রীড়া খাতকে শক্তিশালী করতে চায়। এর অংশ হিসেবে আফগান ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে। জেসওয়াল বলেন, ক্রীড়ার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। এটি শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, সামগ্রিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

চরম প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত এই ভারত আফগানিস্তানের সাথে এমন মিষ্টি-মিশুক আচরণ বিশেষজ্ঞগণকে ক্রমশই ভাবিয়ে তুলছে। বিশ্লেষকগণ বলছেন, এই সম্পর্কের মোড় কোন দিকে যাবে এবং কতদিনই বা এই সম্পর্ক টিকে থাকবে তার সময়ই বলে দেবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত