নিউজনেস্ট

বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন

বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন
বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন। ছবি : সংগৃহীত

২০০৯ সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দুই শতাধিক আসামি জামিন পেয়েছেন। এই জামিনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের আইনি জটিলতায় নতুন দিক উন্মোচিত হলো।

আজ রোববার ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া আসামিদের এই জামিন মঞ্জুর করেন। জানা গেছে, জামিন পাওয়া এসব আসামি হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং তাদের বিরুদ্ধে কোনো আপিলও হয়নি।

আজ রোববার সকাল ১১টার পর মামলার বিচারকাজ শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আলহাজ মো. বোরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার অনুরোধ করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে বেলা ১১টা ৪৭ মিনিটে মেজর সৈয়দ মো. ইউসুফ আদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে সংঘটিত এই হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নির্মমভাবে প্রাণ হারান। ঘটনায় দুটি মামলা করা হয়—একটি হত্যা এবং আরেকটি বিস্ফোরক আইনে।

হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ৮৫০ জনের বিচার শেষ হয়। এ মামলায় ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পাশাপাশি ২৭৮ জনকে খালাস দেওয়া হয়। কিন্তু বিস্ফোরক আইনের মামলায় বিচারকাজ দীর্ঘদিন স্থগিত ছিল।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর শহিদ পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি তোলেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর সরকার একটি কমিশন গঠন করে ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেন।

বিস্ফোরক মামলায় জামিন পাওয়া আসামিদের মুক্তি এখন সময়ের ব্যাপার। তবে পুরো ঘটনায় নতুন তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানাচ্ছে শহিদ পরিবারের সদস্যরা।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত