ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরে এক অভিযানের সময় সামরিক যানে বোমা বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী আজ সোমবার ২০ জানুয়ারি এই তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত সেনার নাম এভিয়াতার বিন ইয়াহুদা। তিনি ৩১ বছর বয়সী রিজার্ভ মেজর এবং ৮২১১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আফ্রাইম ব্রিগেডের দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিহত হন।
বিবৃতিতে আরও বলা হয়, একই ঘটনায় ব্যাটালিয়নের আরেক রিজার্ভ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, ফিলিস্তিনের ট্যামুন শহরে অভিযান চলাকালীন তাদের সামরিক যানে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আমাদের একজন কমান্ডার নিহত হন এবং সামনের সিটে থাকা এক কমান্ডার গুরুতর আহত হন। পেছনের সিটে থাকা তিন সেনা বিস্ফোরণের আঘাতে ক্ষতিগ্রস্ত হন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর হয়নি।
বিস্ফোরণের ঘটনায় ট্যামুন শহর ও এর আশপাশে অভিযান চলছে বলে জানা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি