চ্যাম্পিয়ন্স লিগে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ ব্যবধানে হারিয়েছে বায়ার লেভারকুসেনকে। ম্যাচের নায়ক ছিলেন জুলিয়ান আলভারেজ, যিনি দুটি গোল করে দলকে নাটকীয়ভাবে জয় এনে দিয়েছেন।
প্রথমার্ধে পিয়েরো হিনকাপিয়ের হেডে লেভারকুসেন এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সমতা ফেরান আলভারেজ। ২৩তম মিনিটে অ্যাটলেটিকোর পাবলো বারিওস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি চাপে পড়ে। তবে ৭৬তম মিনিটে লেভারকুসেনের হিনকাপিয়েও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
ম্যাচের অন্তিম মুহূর্তে আলভারেজ আবারও জ্বলে ওঠেন। গোলরক্ষক কভারের সামনে দিয়ে বল নিয়ে গিয়ে জালে জড়িয়ে দলকে জয় উপহার দেন।
এই জয়ে অ্যাটলেটিকো ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে লেভারকুসেন রয়েছে ষষ্ঠ স্থানে।