নিউজনেস্ট

তুরস্কের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬৬, আহত ৫১

তুরস্কের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬৬, আহত ৫১
তুরস্কের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬৬, আহত ৫১। ছবি: সংগৃহীত

তুরস্কের বোলু পর্বতমালার একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৬৬ জন। গুরুতর আহত হয়েছেন আরও ৫১ জন। গতকাল মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় হোটেলটিতে দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

বোলু প্রদেশের বিখ্যাত গ্র্যান্ড কারতাল হোটেলে স্থানীয় সময় রাত ৩টা ২৭ মিনিটে আগুন লাগে। রেস্তোরাঁ থেকে শুরু হওয়া আগুন দ্রুত পুরো ১২ তলা ভবনে ছড়িয়ে পড়ে। কাঠের আস্তরণযুক্ত হোটেলে আগুন এত দ্রুত ছড়ায় যে, অনেক অতিথি ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে যান। কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন; কিন্তু তাতেও প্রাণ বাঁচেনি।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানিয়েছেন, ৬৬ জন নিহত হয়েছেন এবং আহত ৫১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোটেলের একটি অংশ পাহাড়ের কিনারায় হওয়ায় অগ্নিনির্বাপণকর্মীদের আগুন নেভাতে চরম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজেও সময় লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা যথাযথভাবে কাজ করেনি।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার তদন্তে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে হোটেলের মালিকও রয়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত