নিউজনেস্ট

চেলসিকে হারিয়ে ম্যানসিটির সেরা চারে প্রত্যাবর্তন 

গোল করার পর জোসকো ভার্দিওলের উদযাপন। ছবি: প্রিমিয়ার লিগ

প্রিমিয়ার লিগে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে গতকাল ম্যানচেস্টার সিটি চেলসিকে ৩-১ গোলে পরাজিত করেছে। দ্বিতীয়ার্ধে আরলিং হালান্ড এবং ফিল ফোডেনের গোলে জয় নিশ্চিত করে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরুতেই চেলসির হয়ে গোল করেন ননি মাদুয়েক। মাত্র তৃতীয় মিনিটে আব্দুকোদির খুসানোভের ভুলের সুযোগ নিয়ে নিকোলাস জ্যাকসনের সহায়তায় বল জালে পাঠান মাদুয়েক। দ্রুত এগিয়ে গিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করেছিল চেলসি।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ম্যানচেস্টার সিটি। জোসকো ভার্দিওলের গোল তাদের সমতায় ফিরিয়ে আনে। এটি চলতি লিগে তার ষষ্ঠ গোল।

দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৬৮ মিনিটে গোলরক্ষক এডারসনের লম্বা পাস ধরে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করেন আরলিং হালান্ড। তারপরে ৮৭ মিনিটে ফিল ফোডেনের চমৎকার ফিনিশিং চেলসির পরাজয় নিশ্চিত করে।

এই জয়ে ম্যানচেস্টার সিটি ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে। গোল পার্থক্যে তারা পিছনে ফেলেছে নিউক্যাসল ইউনাইটেডকে। পাশাপাশি চেলসি ও বোর্নমাউথকে এক পয়েন্টে পিছনে ঠেলে দিয়েছে।

পয়েন্ট টেবিলের সেরা চারে থাকার জন্য গুরুত্বপূর্ণ এই জয়ে ম্যানসিটি চেলসির জন্য চাপ বাড়িয়েছে—যারা এখন শীর্ষ চারের দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছে।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত