পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি শহীদ

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি শহীদ
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি শহীদ। ছবি : আনাদোলু

পশ্চিম তীরের তামুন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় শহীদের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতে চালানো এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, তারা প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করে এবং ৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু নিশ্চিত করে।

২১ জানুয়ারি থেকে ইসরায়েলি বাহিনী জেনিনে সামরিক অভিযান শুরু করে। এরপর ২৯ জানুয়ারি থেকে এই আগ্রাসন তুলকারেমেও ছড়িয়ে পড়ে । ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, তারা সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করতে এসব অভিযান চালাচ্ছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহরোনোত জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু চরমপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচকে খুশি করতেই পশ্চিম তীরে এই হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ১ লাখ ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পাশাপাশি নিখোঁজ রয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ।

একই সময়ে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত ৮৯২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৬ হাজার ৭০০ জনের বেশি। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ৩০০ ফিলিস্তিনিকে।

ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও হামলা পশ্চিম তীরে উত্তেজনা বাড়িয়ে তুলছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও পশ্চিম তীরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সেনা অভিযানের পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাও বেড়েছে, যা নতুন করে সংঘাতকে উসকে দিতে পারে।

আমাদের ফলো করুন