নিউজনেস্ট

বাংলাদেশ প্যাভিলিয়ন ছাড়া ফাঁকা কলকাতা বইমেলা

বাংলাদেশ প্যাভিলিয়ন ছাড়া ফাঁকা কলকাতা বইমেলা
বাংলাদেশ প্যাভিলিয়ন ছাড়া ফাঁকা কলকাতা বইমেলা। ছবি : সংগৃহীত

কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হলেও এবার বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকায় বইপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। মেলায় বাংলাদেশি বইয়ের স্টল না থাকায় পাঠক ও প্রকাশক উভয়েই ক্ষতির মুখে পড়েছেন।

পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও বাংলাদেশি বইয়ের জন্য অপেক্ষা করছিলেন কলকাতার পাঠকরা। অনুবাদ, ইতিহাস ও ইসলামি বইয়ের ক্ষেত্রে বাংলাদেশ ছিল অন্যতম নির্ভরযোগ্য উৎস। কিন্তু রাজনৈতিক টানাপোড়েন ও ভিসাজটের কারণে এবার বইমেলায় বাংলাদেশ অংশ নিতে পারেনি। ফলে পাঠকরা পছন্দের অনেক বই পাননি, আর প্রকাশকদের ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে।

প্রকাশকদের অভিযোগ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড অলিখিতভাবে বাংলাদেশি বই নিষিদ্ধ করেছে, ফলে স্টলে বিক্রির জন্য এসব বই রাখা যায়নি। মুর্শিদাবাদ থেকে আসা পাঠক রুবাই নিসা বলেন, ‘যেসব বই কিনতে চেয়েছিলাম, তার একটাও পেলাম না।’ ইসলামি বই বিক্রেতারাও জানিয়েছেন, বাংলাদেশি বই না থাকায় তাদের ব্যবসা মার খেয়েছে।

সাহিত্যিক অংশুমান কর, বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও অমর মিত্র একে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানান, যথাযথ অনুমতি না পাওয়ায় তারা বাংলাদেশকে জায়গা দিতে পারেননি, তবে তারাও বিষয়টি নিয়ে দুঃখিত।

তবে, কলেজ স্ট্রিটে বাংলাদেশি বই সহজলভ্য হলেও বইমেলায় বিশাল প্যাভিলিয়নের অনুপস্থিতি পাঠকদের মন খারাপ করে দিয়েছে। পাঠক অনিন্দিতা বসু বললেন, ‘বিদ্বেষ কখনো সমাধান হতে পারে না, বরং বই-সংস্কৃতির বিনিময়ই গুরুত্বপূর্ণ।’

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত