যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিয়ারজেট-৫৫’ মডেলের যাত্রীবাহী ওই ব্যক্তিমালিকানাধীন বিমানটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিজৌরির স্প্রিং ফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। বিমানে ছয়জন ছিলেন, যার মধ্যে একজন শিশু রোগী, তার সঙ্গী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
ফ্লাইট পরিচালনাকারী সংস্থা জেট রেসকিউ জানিয়েছে, বিমানে থাকা কারও জীবিত থাকার বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো জানিয়েছেন, জরুরি প্রতিক্রিয়ার জন্য রাজ্যের সব পরিষেবা প্রস্তুত রয়েছে।
বিধ্বস্তের পর সাময়িকভাবে বন্ধ থাকা নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট পরে আবার চালু করা হয়েছে।
অন্যদিকে, মাত্র দুই দিন আগেই ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় পোটোম্যাক নদীর ওপর। এতে উড়োজাহাজের ৬৪ জন যাত্রী ও হেলিকপ্টারের তিন সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।