দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর গাজার রাফাহ সীমান্ত পুনরায় চালু হয়েছে। আজ শনিবার ১ ফেব্রুয়ারি প্রথম দফায় ৫০ জন রোগীকে মিশরে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।এছাড়া স্থানান্তরিতদের মধ্যে ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাও রয়েছেন।
গাজার আল শিফা হাসপাতাল ও খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে রোগীদের বাস ও অ্যাম্বুলেন্সে করে সীমান্তে আনা হয়। পরে তারা রাফাহ পার হয়ে মিশরে প্রবেশ করেন।
মিশরের গণমাধ্যম জানিয়েছে, এসব রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্স ইতিমধ্যে মিশরের অংশে পৌঁছেছে। কায়রোভিত্তিক সংবাদমাধ্যম কায়রো নিউজ জানিয়েছে, মিশরের স্বাস্থ্য কমিটি আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে।
চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র স্থানান্তরের এই কার্যক্রম ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া অস্ত্রবিরতির প্রথম ধাপের অংশ।
এছাড়াও আগামী দিনগুলোতে আরও রোগী ও আহতদের রাফাহ সীমান্ত দিয়ে মিশরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েলি বাহিনী রাফাহ সীমান্ত দখল করেছিল, যার ফলে এই ক্রসিং দিয়ে সব ধরনের মানবিক সহায়তা ও চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ নয় মাস পর এই ক্রসিং খুলে দেওয়ায় গাজাবাসীদের জীবনে একটু সুস্থির আভাস বইতে শুরু করেছে।
সূত্র: আল জাজিরা