পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১৮ সেনা নিহত হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পাল্টা অভিযানে ২৩ বিদ্রোহীও নিহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বেলুচিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষ হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী হরনাই এলাকায় ১১ জন এবং কালাত এলাকায় ১২ জন বিদ্রোহীকে ‘নিষ্ক্রিয়’ করেছে। এ সংঘর্ষে পাকিস্তানি সেনাবাহিনীরও ১৮ সদস্য নিহত হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, বেলুচিস্তানে হামলার ঘটনায় প্রায়ই ‘বেলুচ লিবারেশন আর্মি’র (বিএলএ) নাম উঠে আসে। সংগঠনটি এই প্রদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বেলুচ জনগণের হাতে প্রশাসনের দায়িত্ব তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি