তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার ৩ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে রোববার ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম ধাপ শেষ হয়। ওই ধাপে অংশ নেওয়া মুসল্লিরা ময়দান ছাড়ার পরপরই নতুন মুসল্লিরা আসতে শুরু করেন।
তাবলিগ জামাতের নেজামি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, দ্বিতীয় ধাপে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুরসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। তাদের জন্য ৪০টি খিত্তা প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ৭৬টি দেশ থেকে আসা প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি মুসল্লি ইতোমধ্যে ইজতেমা ময়দানে অবস্থান করছেন। নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা রাখা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রথম ধাপের মতোই কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। এছাড়া পরিচ্ছন্নতা রক্ষায় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সিটি করপোরেশনের তিন শতাধিক কর্মী কাজ করছে।
৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এরপর বিদেশি মুসল্লিরা নিজ দেশে ফিরে যাবেন।