নিউজনেস্ট
নিউজনেস্টে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে কিছু নীতি আছে।
১. আমরা সাধারণত বিতর্কিত কোন পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করি না।
২. সামাজিত পরিসরে দৃষ্টিকটু— এমন বিজ্ঞাপনও আমরা এড়িয়ে চলি।
৩. বিজ্ঞাপনের ভাষাবিন্যাস ও ডিজাইন রুচিসম্মত করার তাগিদ দিই।
৪. প্রচারের পূর্বেই আলোচনার মাধ্যমে বিজ্ঞাপনের নির্ধারিত ফি পরিশোধ করতে হয়।
৫. যে কোন কারণে যে কোন সময় প্রচারিত বিজ্ঞাপন সাইট থেকে সরিয়ে নেয়ার পূর্ণ অধিকার আমাদের আছে।