নিউজনেস্ট

গাজার ত্রাণ কার্যক্রমে আসা বিদেশিদের হত্যা করছে ইসরায়েল

ছবি : ফিলিস্তিনভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম কুদস টিভি থেকে নেয়া।

চলমান গাজা যুদ্ধে পূর্বের মতোই ত্রাণ কার্যক্রমে আসা বিদেশিদের হত্যা করছে ইসরায়েল। সম্প্রতি ফিলিস্তিনের নাবলুসের বেইতা শহরের জমিতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সংহতি জানাতে আসা আমেরিকান ত্রাণকর্মী আয়েশা নুর ইজগিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের বিদেশী নাগরিক খুনের তালিকায় মার্কিন নাগরিক আয়েশা নুর ইজগিই প্রথম ভিক্টিম নয়, কিংবা শেষ ভিক্টিমও নয়। এর আগেও গত ২রা এপ্রিলে দখলদার ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেইর আলবালাহ এলাকার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে ব্রিটিশ, পোলিশ এবং অস্ট্রেলিয় জাতীয়তাধারী ৭জন বিদেশি নিহত হয়।

২০১০ সালে ফ্রিডম ফ্লোটিলা নামক ৬ জাহাজবিশিষ্ট একটি ত্রাণ বহরের তুর্কি জাহাজ মাভি মারমারায় ইসরায়েলের বর্বোরচিত হামলায় ১০জন তুর্কি নাগরিক হত্যার ঘটনা এখনো অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ব্যাপারে অব্যাহত নিরবতা এবং পশ্চিমা পরাশক্তিগুলোর ইসরায়েলের সাথে মিত্রতার কারণে ইসরায়েলের নেতৃবৃন্দ ও সৈন্যরা বিদেশী নাগরিক হত্যার মতো অপরাধ করেও রেহাই পেয়ে যাচ্ছে। এবং ইসরায়েলকে সামনে এমন অপরাধ আরো করার ব্যপারে সবুজ সংকেত দিচ্ছে। ফলে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো বা তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে সহযোগিতার জেরে ভিন্ন জাতীয়তাধারী বা বিদেশী নাগরিককে হত্যা করতে ইসরায়েল কখনো কিংবা এখনো দ্বিধাবোধ করে না।

সূত্র : কুদস টিভি

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত