নিউজনেস্ট

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ২০ ট্রলারডুবি, এখনো নিখোঁজ ১০৫

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ২০ ট্রলারডুবি
ছবি: সংগৃহীত

গতকাল থেকে এখন পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২০টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১০৫ জন জেলে। ফলে নিখোঁজ ব্যক্তিদের ঘরে ঘরে কান্নার রোল পড়েছে।

স্থানীয় একজন বলেন, নিঝুমদ্বীপ ইউনিয়নের পাঁচটি ট্রলার ডুবে গেছে। তার মধ্যে চারটি ট্রলারের লোকজন পাওয়া গেছে। তবে এক ট্রলারের প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে। আমতলী ঘাটের তিনটি ট্রলার ডুবেছে, সেখানে নিখোঁজ রয়েছে ২৫ জন। মোক্তারিয়া সুয়েজ খালের একটি ট্রলার এবং বুড়িরদোনা ঘাটের পাঁচটি ট্রলার ডুবেছে। তবে এগুলোতে থাকা সকলকেই উদ্ধার করা হয়েছে।  সূর্যমুখী ঘাটেরও একটি ট্রলার ডুবেছে, তাতে অবস্থানরত সকলকেই উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও চারটি ট্রলারের কোনো সন্ধানই পাওয়া যায়নি। সেখানে ৬০জন মাঝি ছিলেন, যাদের সকলেই নিখোঁজ। তীব্র ঝড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে হাতিয়ার মোট ২০টি ট্রলার ডুবে যাওয়ার এই ঘটনাটি ঘটে। অনেকে ট্রলারডুবির সময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহযোগিতায় কূলে উঠেছেন। তবে এখনো ১০৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করছেন এলাকাবাসী।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত