গতকাল গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার (১৪ই সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঘটে বলে নিশ্চিত করেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান।
নিহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার নাজমুল হোসেন (৩৫), গাজীপুরের অমল কুমার কর্মকার (৩৯), নরসিংদীর মোহাম্মদ আলী (৪৫), তার মা রাবেয়া বেগম (৭৫) এবং মোহাম্মদ আলীর ৫ বছর বয়সী ছেলে আমান উল্লাহ।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে এক নারীসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিশু ও চালককে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। চালককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এই দুর্ঘটনায় তিনজন পুরুষ, একজন নারী এবং একজন শিশুর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার তদন্ত এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।