নিউজনেস্ট

ট্রাম্প বনাম হ্যারিস: যুক্তরাষ্ট্রের গাজা নীতি নিয়ে বিতর্ক

ট্রাম্প বনাম হ্যারিস: যুক্তরাষ্ট্রের গাজা নীতি নিয়ে বিতর্ক
ছবি: আলআরাবি

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন নির্বাচনী বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গাজা যুদ্ধ, ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে তীব্র মতবিরোধ পরিলক্ষিত হয়েছে।

গাজা যুদ্ধ প্রসঙ্গে

বিতর্কে ট্রাম্প দাবি করেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে গাজার যুদ্ধ কখনও শুরু হতো না। তার মতে, হ্যারিস ইসরায়েল বিরোধী এবং তার নীতি ইসরায়েলকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে হ্যারিস যুদ্ধের অবসানের আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ থামাতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে এবং দুই রাষ্ট্রের সমাধানের মাধ্যমে গাজাকে পুনর্নির্মাণ করতে হবে।

ইসরায়েল প্রসঙ্গে

ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেন, যদি হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে দুই বছরের মধ্যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। তার মতে, ইসরায়েল হ্যারিসের নীতির কারণে নিরাপত্তা হারাবে। হ্যারিস পাল্টা জবাবে বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে সেটা যেন সুপরিকল্পিত হয় এবং নিরীহ মানুষের ক্ষতি না হয়, সেটাও গুরুত্বপূর্ণ।

ইরান প্রসঙ্গে

ট্রাম্প দাবি করেন, তার শাসনামলে ইরান দেউলিয়া অবস্থায় ছিল। কিন্তু বর্তমান প্রশাসনের অধীনে দেশটি ৩০০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছে, কারণ তার সময়কালের সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। হ্যারিস ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষত ইরানের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে।

অভিবাসন নীতি

অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করে বলেন, একদিকে ওহাইওর স্প্রিংফিল্ড শহরে অভিবাসীরা গৃহপালিত প্রাণী খাচ্ছে। অন্যদিকে, বাইডেন ও হ্যারিসের প্রশাসন সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। হ্যারিস এই অভিযোগের জবাবে বলেন, এই সমস্যার মূল কারণ হলো, ট্রাম্পের সময়ে অভিবাসন সীমান্ত নিরাপত্তা বিল -যা উভয় দলের সমর্থন পেয়েছিল- কার্যকর করতে না পারার ব্যর্থতা।

উল্লেখ্য, এই বিতর্কে দুই পক্ষেরই বিপরীতমুখি অবস্থান স্পষ্ট। ট্রাম্পের মতে, হ্যারিসের নীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দুর্বল করবে। অপরদিকে, হ্যারিস জোর দিচ্ছেন শান্তি ও কূটনীতির উপর। যেখানে আন্তর্জাতিক সম্পর্ক এবং মানবাধিকারের বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে। 

তবে ইসরায়েল বিষয়ে ট্রাম্প হ্যারিসের অবস্থান বিরোধপূর্ণ হলেও আমেরিকা যে  ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করছে না তা সুস্পষ্ট।

সূত্র: আলআরাবি

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত