আজ রোববার বেলা ১১টায় জয়পুরহাটের শিমুলতলী বাজারের ওয়াবদা এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে যাওয়ার দূর্ঘটনা ঘটে। তাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুড়গাছির আলেয়া (৬০), মাস্টাপাড়ার লিটন (৪৩), কুয়াতপুরের সানোয়ার (৪০) ও দেলোয়ার হোসেন (২৭), পাঁচবিবির নাহিদা আক্তার (৪৫), শান্তিনগরের জান্নাতুল ফেরদৌস (২৪), শিমুলতলীর হালিমা (৩৫) ও হাবিবা (৩) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার আরিফুল (১৮) ও আব্দুল আহাদ (২৩)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যাওয়ার পর ১০ জন যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এবি ট্রাভেলসের বাসটি পাঁচবিবি থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা সৌমিক ট্রাভেলসের একটি বাসের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হলে এ বি ট্রাভেলসের চালক বাসটিকে পাশ কাটানোর চেষ্টা করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।