দীর্ঘদিন ধরে নির্যাতিত মুসলিমদের রাষ্ট্র ভারত। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে মুসলমানদের ওপর অত্যাচার ও নির্যাতন বৃদ্ধি পেয়েছে দিন পরিক্রমায়। দেশটির উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো মুসলমানদের ধর্মীয় স্থাপনা ও সংস্কৃতির ওপর হানছে একের পর এক আঘাত। বিভিন্ন ইসলামী প্রতীক এবং মসজিদগুলোও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বারবার। ভারতীয় মুসলিমদের উপর চালানো এই নিপীড়নের ধারা এতটাই প্রকট, অনেক ক্ষেত্রে এটি দখলদার ইসরায়েলকেও হার মানায়।
ধারাবাহিক নিপীড়নের ফলে ভারতের কোটি সংখ্যার মুসলিম জনগোষ্ঠী আজ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। নিজ সংস্কৃতি, ধর্ম এবং অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছে তারা নানা বাধা-বিপত্তির। ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো শুধু ধর্মীয় বৈষম্য নয়, বরং সংখ্যালঘু মুসলমানদের ওপর সাংস্কৃতিক দখলদারিত্ব প্রতিষ্ঠারও চেষ্টা চালাচ্ছে।
মুসলমানদের ধর্মীয় স্থাপনায় আক্রমণ
শত বছরের পুরনো, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভারতের মসজিদগুলো বর্তমানে হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হচ্ছে। প্রায় ৩ হাজারটিরও বেশি মসজিদকে তারা হিন্দু মন্দির বলে দাবি করছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত উদাহরণ হলো বাবরি মসজিদ। রামচন্দ্রের জন্মস্থান হওয়ার মিথ্যা দাবি তুলে ভেঙে ফেলা হয়েছে ৫০০ বছরের প্রাচীন এই মসজিদটি। এছাড়াও, তাজমহলের বড় মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটিকেও হিন্দু মন্দির বলে দাবি করা হচ্ছে।
শাস্তি ও আইনি প্রতিবন্ধকতা
ভারত সরকার মুসলিমদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে, যা তাদের আইনি লড়াইয়ের পথকে বন্ধ করে দিয়েছে। মুসলিমগণ তাদের প্রতি হওয়া বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করলেও, চরমপন্থী হিন্দুত্ববাদী সমর্থকরা আদালতগুলোতে মুসলমানদের আইনি লড়াইকে ব্যর্থ করে দিচ্ছে। এবং মিথ্যা অযুহাতে তাদের ওপর দিন দিন আক্রমণ চালিয়ে যাচ্ছে। এবং তাদেরকে স্বাধীনভাবে ধর্মীয় বিষয় পালন করতে দেওয়া হচ্ছে না।
ইসরায়েলি কায়দায় নিপীড়ন
ভারতে মুসলিম নিপীড়নের এই ধরন একমাত্র ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের নীতির সঙ্গেই তুলনা করা যায়। যেভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা হয়, সেভাবেই ভারতে মুসলমানদের বাড়িঘরও ভাঙা হচ্ছে। মুসলিম অধিকারের পক্ষে শান্তিপূর্ণভাবে প্রতিবাদেও করা হয় তাদের উপর আক্রমণ। অপরাধ না করেও কোন কোন মুসলিমকে বন্দী থাকতে হয় বছরের পর বছর কারাগারে। যা আরেকটি দখলদারিত্বের মর্মান্তিক উদাহরণ। ভারতের মুসলমানদের ওপর চালানো এ ধরনের অত্যাচার অনেক ক্ষেত্রে দখলদার ইসরাইলকেও হার মানায়।
সূত্র: অ্যারাবিক সাইট আলমুজতামা