মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেল ৪টার দিকে ‘ভাষা শহীদ রফিক’ সেতুর দক্ষিণ পাশে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটির পরনে কোনো কাপড় ছিল না এবং এটি অনেকদিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, এটি হত্যাকাণ্ডের শিকার হতে পারে। এবং ৩-৪ দিন আগে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।
ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করা এবং ঘটনাটি তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।