ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, সঞ্জিত বিশ্বাস ভারতের নদীয়া জেলার বাসিন্দা এবং নিশিকান্ত বিশ্বাসের ছেলে। উল্লেখ্য, গেল ১৪ই সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মাণাধীন প্রতিমাগুলো ভাঙচুর করা হয়। পরের দিন রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল মন্দিরের ভাঙচুর হওয়া প্রতিমাগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হরি মন্দিরের কার্তিক ঠাকুরের আঙুল, ময়ূরের গলা, ঘোড়ার কান ও আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে। এ ঘটনার পর পুলিশ সুপার প্রয়োজনীয় তদন্তের নির্দেশনা প্রদান করেন।
তদন্ত চলাকালীন কালি মন্দিরের সামনে একটি পরিত্যক্ত খাটের ওপর দুইজন ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখা যায়। স্থানীয়রা একজনকে শনাক্ত করতে পারলেও অন্য ব্যক্তিকে সন্দেহজনক মনে হওয়ায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়। নিবিড় জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তি নিজের পরিচয় সঞ্জিত বিশ্বাস বলে জানান এবং তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানান, সঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৬১৮। তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।