তারিখ প্রদর্শন
লোগো

আজ ১৭ই সেপ্টেম্বর সকালে সাভারের আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোসা. রোকেয়া বেগম। যিনি মাসকট গার্মেন্টসে সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল পৌনে ১০টার দিকে বন্ধ থাকা কারখানার ফটকের সামনে মাসকট গার্মেন্টসের শ্রমিকেরা অবস্থান নেন। এরপরই তারা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করেন। ফলে দুই পক্ষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ফলে রোকেয়া বেগম মারা যান এবং অন্তত ৩জন আহত হন। যদিও স্থানীয় শ্রমিকদের দাবি, আহতের সংখ্যা ১৫ থেকে ২০জন হতে পারে।

শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম জানান, সংঘর্ষে ইটপাটকেল লেগে রোকেয়া বেগমের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আশুলিয়া শিল্পাঞ্চলে গত দুই সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষ চলমান ছিল। তবে গত রোববার থেকে অধিকাংশ কারখানার কর্মীরাই শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *