তারিখ প্রদর্শন
লোগো

গাজা যুদ্ধের ৩৪৮তম দিনে এসেও দখলদার ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে গাজার ঘরবাড়ি, অবকাঠামো এবং শরনার্থীদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী দুটি বড় ধরণের আক্রমণ চালিয়েছে। যাতে ২০ ফিলিস্তিনি শহিদ হওয়ার পাশাপাশি আহত হয়েছে ৫৪জন। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত শহিদ হয়েছে ৪১,২৭২ জন ফিলিস্তিনি। আহত হয়েছে ৯৫,৫৫১ জন ।

অপরদিকে দখলদার ইসরায়েলি বাহিনী রাফায় তাদের ৪জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহতদের মধ্যে একজন ডেপুটি কমান্ডারও ছিলেন। ইসরায়েলের গিভাতি ব্রিগেডের শাকেদ ব্যাটালিয়নে যিনি দায়িত্ব পালন করছিলেন।

এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রস্তাবনা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ বুধবার কায়রোতে পৌঁছেছেন। প্রস্তাবনার মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিলো।

সম্প্রতি গত মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আলআনসারির বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ার কথা জানানোর পর কায়রোতে ব্লিঙ্কেনের আগমনের ঘটনা ঘটলো। তবে মাজেদ আলআনসারি এই ইস্যুতে আলোচনা অব্যাহত থাকা এবং মধ্যস্থতাকারীর সম্ভাব্য সমঝোতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *