গতকাল ১৭ই সেপ্টেম্বর মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক ভাড়া বাড়িতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হালিমা বেগম এ ঘটনায় বুধবার বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত  হানিফ শেখ, উসমান ও জাহিদ শেখসহ আরও ২-৩ জন ব্যক্তি হালিমা বেগমের বাড়িতে ঢুকে তাদের গালিগালাজ করতে থাকে এবং বিবাহের কাবিননামা দেখাতে বলে। কাবিননামা দেখানোর পর সেটিকে ভুয়া বলে তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা হালিমার স্বামী মনির হোসেনকে মারধর করে এবং গলায় থাকা চেইন নেওয়ার কথা বলে হালিমাকে শ্লীলতাহানি করে। পরে স্বামীকে বেঁধে রেখে জোরপূর্বক হালিমাকে ধর্ষণের চেষ্টা চালায়। নির্যাতনের সময় তারা দম্পতির কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং স্বাক্ষর করা খালি চেকও ছিনিয়ে নেয়।

এ ঘটনার ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *