কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফেরার পথে চালক ও তার সহযোগীরা মিলে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় অজ্ঞাতনামা অটোরিকশাচালক ও তার সহযোগীকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। তবে পুলিশ এখনো অভিযুক্ত কাউকে শনাক্ত করতে পারেনি।
ভুক্তভোগী বরিশালের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। গতকাল বুধবার রাতে তিনি বরিশাল থেকে বিভিন্ন বাহনে কিশোরগঞ্জের ভৈরবে এসে পৌঁছান। সেখান থেকে অটোরিকশায় বাড়িতে যাওয়ার পথে তিনি ধর্ষণের শিকার হন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। নানা প্রক্রিয়ায় তাদের শনাক্ত করণের চেষ্টা চলছে।