নিউজনেস্ট

পেজার হামলার প্রেক্ষিতে যা বললেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ

হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে রহস্য
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ছবি : আল জাজিরা

গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত লেবাননে ইসরাইয়েলের পেজারসহ বিভিন্ন ডিভাইস হামলার প্রেক্ষিতে আজ ১৯শে সেপ্টেম্বর জাতির উদ্দ্যেশ্যে ভাষণ দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।

ভাষণে জাতির উদ্দ্যেশ্যে তিনি বলেন, নিজেদের প্রযুক্তিগত সুবিধাবলে, সব ধরণের নিয়ম-কানুন এবং সকল রেড লাইন অতিক্রম করে ৪ হাজার পেজার ডিভাইস বহনকারীর উপর হামলা চালিয়েছে আমেরিকা ও ন্যাটোর মদদপুষ্ট শত্রু ইসরায়েল। এই হামলায় যে কঠিন অসহনীয় আঘাত আমরা পেয়েছি, তা কিছুতেই আমাদের টলাতে পারবে না। আমরা অবশ্যই মাথা উঁচু করে প্রতিকূল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। কিন্তু ইসরায়েল গত মঙ্গল, বুধ লেবাননে যা করেছে তা সরাসরি যুদ্ধ ঘোষণার নামান্তর।  

সূত্র: আলজাজিরা

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত