আজ শুক্রবার বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় আওয়ামি আমলের পলাতক ইমামের ফেরাকে কেন্দ্র করে মুসল্লিদের দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সাবেক ফ্যাসিস্ট সরকারের নিযুক্ত খতিব মুফতি রুহুল আমিন দীর্ঘদিন পর এসে নামাজের আগে বয়ান শুরু করে। এ সময় মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে গোপালগঞ্জ থেকে নিয়ে আসা রুহুল আমিনের সাঙ্গপাঙ্গরা প্রতিবাদ করেন। একপর্যারে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।
আজ (শুক্রবার) দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ ঘটনাটি ঘটে। এতে মসজিদ ভাঙচুরসহ প্রায় অর্ধ শতাধিক মুসল্লি ও মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছেন। পরে পরিস্থিতি অনুকূলে না দেখে সাবেক খতিব রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।
উপস্থিত এক মুসল্লি বলেন, ‘খতিব রুহুল আমিন তার সাথে আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে নামাজের খুতবা দেওয়া শুরু করেন। এতে অন্যান্য মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনিহা প্রকাশ করে। পরে তার নিয়ে আসা আওয়ামী সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ভাঙচুর শুরু করলে দুপক্ষের মাঝে হাতাহাতি হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে বর্তমান খতিবের পেছনে নামাজ আদায় করা হয়। নামাজের পর মুসল্লিগণ মসজিদের বাহিরে এসে স্লোগান দিতে শুরু করেন, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর।’
রুহুল আমীনের সাথে আসা একজনকে প্রশ্ন করে জানা যায়, গোপালগঞ্জ থেকে দুই গাড়িভর্তি লোক নিয়ে তারা এসেছেনে’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা#molongui-disabled-link
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা#molongui-disabled-link
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা#molongui-disabled-link
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা#molongui-disabled-link