আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। যার মাধ্যমে রপ্তানিকারকরা নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানি করতে পারবেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারতের চাহিদা পূরণের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ইলিশ মাছের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকলেও ভারতে এ সময়কালে ইলিশ রপ্তানি এক ধরনের উৎসবমুখরতা নিয়ে আসে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এ বছর পূজার সময়ে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়ে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সঠিক প্রক্রিয়া মেনে রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হবে। ইলিশ রপ্তানির ক্ষেত্রে পরিবেশগত এবং মাছের সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা বাড়ে, যা পূরণ করতে বাংলাদেশ থেকে বিশেষভাবে ইলিশ রপ্তানি করা হয়। তাই এবারেও তার ব্যতিক্রম করা হয়নি।