সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।
গত ২০শে সেপ্টেম্বর শুক্রবার, বিজেপির পরিবর্তন যাত্রা উদ্বোধন অনুষ্ঠানে অমিত শাহ অভিযোগ করে বলেন, ঝাড়খণ্ডের আদিবাসীদের সংখ্যা হ্রাসের পেছনে অনুপ্রবেশকারীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি দাবি করেন, বর্তমানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঝাড়খণ্ডে বিজেপি সরকার ক্ষমতায় আসলে শুধুমাত্র সরকারের পরিবর্তনই নয়, রাজ্যের সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করা হবে।
সূত্র: দ্য হিন্দু