নিউজনেস্ট

লেবাননে বিস্ফোরকযুক্ত পেজার সরবরাহের নেপথ্যে ভারতীয় যুবক

লেবাননে বিস্ফোরকযুক্ত পেজার সরবরাহের নেপথ্যে ভারতীয় যুবক
লেবাননে বিস্ফোরকযুক্ত পেজার সরবরাহের নেপথ্যে ভারতীয় যুবক। ছবি: সংগৃহীত।

এবার ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের বিরুদ্ধে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে আলোচিত বিস্ফোরকবাহী পেজার সরবরাহ করার অভিযোগ উঠেছে। নরওয়ের নাগরিক রিনসন জোসে নামের ৩৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তির সংস্থাই এই সরবরাহের পেছনে রয়েছে বলে জানা গেছে।  

তদন্তে বলা হয়েছে, মোসাদের পরিকল্পনা অনুযায়ী পেজারগুলোতে তিন গ্রাম বিস্ফোরক ও একটি চিপ লুকানো ছিল। এই চিপের মাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পৌঁছে যেত। পেজারগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি হলেও, বিক্রয় ও ট্রেডমার্কের দায়িত্ব ছিল হাঙ্গেরির ‘বিএসি কনসালটিং কেএফট’ সংস্থার কাছে।

এদিকে বুলগেরিয়ার নিরাপত্তা সংস্থা ডিএএনএস জানিয়েছে, ওই পেজারগুলো বুলগেরিয়ায় তৈরি হয়নি। এমনকি সেখান থেকে রফতানিও করা হয়নি। সন্ত্রাসবিরোধী কঠোর আইন মেনেই কাজ করে তাদের সংস্থা।

এদিকে রিনসনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নরওয়ের পুলিশ। জানা যায়, প্রথমে নরওয়েতে উচ্চশিক্ষা লাভের পর যুক্তরাজ্যের লন্ডনে কিছুদিন কাজ করেন রিনসন। এরপর আবার নরওয়ের রাজধানী ওসলোতে ফিরে আসেন রিনসন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত