কাসসাম ব্রিগেড
• কাসসাম ব্রিগেড গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্বাঞ্চলীয় এলাকায় একটি সামরিক যান কবজা করার পাশাপাশি একটি ড্রোন ভূপাতিত করে। এবং নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এর ভিডিও প্রকাশ করে।
• কাসসাম ব্রিগেড দক্ষিণ গাজার রাফাহ শহরের তানুর এলাকার পূর্বে আলইয়াসিন-১০৫ মর্টার শেল দিয়ে একটি ডি-৯ সামরিক বুল্ডোজারকে টার্গেট করে।
• কাসসাম ব্রিগেড রাফাহ শহরের তানুর এলাকার পূর্বে দুটি বাড়িতে অবস্থানরত দখলদার ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে ৪টি অ্যান্টি-পারসন এবং বাংকার বিধ্বংসী মর্টার শেল নিক্ষেপ করে। যার ফলে অনেক ইসরায়েলি সেনা হতাহতের শিকার হয়। পরে হতাহতের উদ্ধার করতে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়।
আল কুদস ব্রিগেড
• কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়নের যোদ্ধারা ইজ্জুদ্দিন উপত্যকায় দখলদার ইসরায়েলের একটি পদাতিক বাহিনীকে আক্রমণ করতে সক্ষম হয়। ফলে দখলদার ইসরায়েলি বাহিনীর অনেক হতাহত হয়। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পরে ইসরায়েলি সেনাবাহিনীর চিহ্নযুক্ত গাড়িকে ছুটে আসতে দেখা যায়। অভিযান ফেরত যোদ্ধারা এসব খবর নিশ্চিত করে।
সূত্র: আলইলামুল আসকারি