নিউজনেস্ট

ডিম-মুরগির বাজার সিন্ডিকেট ভাঙতে ১৫ দিনের আল্টিমেটাম

ডিম-মুরগির বাজার সিন্ডিকেট ভাঙতে ১৫ দিনের আল্টিমেটাম
ছবি: বাজারের ডিম ও মুরগি।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) দেশের ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। সংগঠনটি জানায়, এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে প্রান্তিক পর্যায়ের খামারিরা তাদের খামার বন্ধ করতে বাধ্য হবেন।

রোববার রাতে এক বিবৃতিতে বিপিএ জানায়, গত কয়েক বছর ধরে বাজারে ডিম ও মুরগির দাম নিয়ন্ত্রণে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। বিশেষ করে পোলট্রি ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান বাজারকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। এতে প্রান্তিক খামারিরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণে পোলট্রি খাতে প্রায় ১ লাখ খামার বন্ধ হওয়ার পথে। এবং সিন্ডিকেট আগ্রাসনে প্রায় ১ লাখ ৬০ হাজার খামারি নিঃস্ব হয়ে গেছেন।

বিপিএ সরকারকে হুঁশিয়ার করে বলেছে, যদি সিন্ডিকেট ভাঙতে দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়, তবে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত