মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে শ্রীমঙ্গল থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার ২২শে সেপ্টেম্বর রাত ৮টার দিকে হবিগঞ্জ রোডের একটি ক্যাফের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বলরাম রবি দাস (২৪), আল ফিকাহ (৪২) এবং তাপস তৈলি (১৯)। তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে গাঁজা সংগ্রহ করে শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
বিশেষ এই অভিযান ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালনা করা হয়। যেখানে গাঁজার পাশাপাশি একটি অবৈধ অটোরিকশাও জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।