নিউজনেস্ট

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১৮২, আহত আরও শতাধিক

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১৮২, আহত আরও শতাধিক
ইসরায়েলি হামলায় পুড়ছে লেবাননের দক্ষিণাঞ্চল। ছবি: আলআরাবি আলজাদিদ

দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর বর্বর বিমান হামলায় সোমবার সকালে অন্তত ১৮২ জন লেবানিজ নিহত এবং ৭২৭ জন আহত হয়েছে। এসব হামলা লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় সব সীমান্তবর্তী শহর ও গ্রামকে লক্ষ্য করে চালানো হয়। যার মধ্যে শুধু নাবাতিয়া অঞ্চলে ৮০টি হামলা হয়েছে। এ হামলার মধ্য দিয়ে লেবানন ফ্রন্টে চলমান যুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্থানে ভারী রকেট হামলা চালিয়েছে। এই রকেটগুলো ইসরায়েলের পূর্বাঞ্চল পর্যন্ত পৌঁছেছে। বিশেষ করে হাইফার নিকটবর্তী এলাকাগুলোতে। এসব হামলায় ইসরায়েলের ‘রামাত দাভিদ’ বিমানঘাঁটি এবং রাফায়েল সামরিক শিল্পের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হের্তসি হালেভি হুমকি দিয়ে বলেছেন, যে কেউ ইসরায়েলিদের হুমকি দেবে, তাদের শেষ করে দেয়া হবে। তিনি আরও জানান হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযান কেবল তাদের জন্যই নয়, মধ্যপ্রাচ্য এবং বাইরের শত্রুদের জন্যও সতর্কবার্তা।

এদিকে ‘দ্য ইকোনমিস্ট’ একটি সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল লেবাননের সীমান্তে কয়েক মাইল বিস্তৃত একটি অঞ্চল দখল করতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে। যদিও এখনও সীমান্ত এলাকায় সেনা সমাবেশ শুরু হয়নি। তবে ইসরায়েলি সামরিক ইউনিটগুলো উত্তরের ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের অভিযানের জন্য ইসরায়েলের কাছে পর্যাপ্ত সেনা সংখ্যা নেই।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত