নিউজনেস্ট

চট্টগ্রামে গণপিটুনিতে নিহত শাহাদাত, বিচার দাবি স্ত্রীর

চট্টগ্রামে গণপিটুনিতে নিহত শাহাদাত, বিচার দাবি স্ত্রীর
ছবি: প্রতীকী

চট্টগ্রামের আখতারুজ্জামান উড়ালসড়কের নিচে গণপিটুনিতে নিহত হন মো. শাহাদাত হোসেন (২৪)। শাহাদাতের স্ত্রী শারমিন আক্তার তাঁর স্বামীর হত্যার সঠিক বিচার চান। যিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। শারমিন বলেন, এমন সময়ে আমার স্বামীকে হারালাম। আমি তাঁর হত্যাকারীদের শাস্তি চাই।’

গত ১৩ই আগস্ট শাহাদাত হোসেন তাঁর পুরোনো বন্ধু সাগরের ফোন পেয়ে পাওনা টাকা নিতে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল। পরদিন ফেসবুকে একটি ভিডিও দেখে শারমিন জানতে পারেন, তাঁর স্বামীকে উড়াল সড়কের নিচে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একদল তরুণ শাহাদাতকে দুটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করছে। সাথে গান গাইছে। শনিবার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে শাহাদাতের পরিবার নিশ্চিত করে যে নিহত ব্যক্তি শাহাদাতই।

শাহাদাতের মা দেলোয়ারা বেগম জানান, সাগরের ফোন পেয়ে তিনি বের হয়েছিলেন এবং পরদিন তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে সাগরের বিস্তারিত পরিচয় নিয়ে তিনি কিছু জানাতে পারেননি।

পুলিশ জানায়, ঘটনাটি ১৩ই আগস্ট সন্ধ্যা বা ১৪ই আগস্ট রাতে ঘটে। ১৪ই আগস্ট সকালে শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথা, গলা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শাহাদাতের চাচা মো. হারুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত