নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে বন্ধন পরিবহন নিয়ন্ত্রণে নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। যাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপির নেতা মাহবুব উল্লাহর অনুসারীরা সকালে সিটি বন্ধন পরিবহনের কাউন্টার দখল করে। পরে জাকির খানের গ্রুপ পাল্টা হামলা চালানোর চেষ্টা করে। এ সময় এক ব্যক্তিকে অস্ত্র হাতে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়।
সংঘর্ষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ৭ জনকে আটক করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।