নিউজনেস্ট

জাতিসংঘে আফগান প্রতিনিধি না রাখায় তালেবানের নিন্দা

জাতিসংঘে আফগান প্রতিনিধি না রাখায় তালেবানের নিন্দা
ছবি: হুররিয়াত রেডিও

জাতিসংঘে আফগানিস্তানের বর্তমান সরকারের প্রতিনিধি না রাখার সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে তালেবান।

এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র হাফিজ জিয়া আহমদ তক্কল এই সিদ্ধান্তকে ‘আফগান জনগণের অধিকার লঙ্ঘন এবং স্পষ্ট অন্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।

হাফিজ জিয়া আহমাদ তক্কল এক বিবৃতিতে বলেছেন, যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের আসন এমন কাউকে প্রদান করে, যাকে ইসলামিক আমিরাত সরকার স্বীকৃতি দেয়, তবে সেই প্রতিনিধি আফগানদের অধিকার এবং স্বার্থ রক্ষা করতে পারবে। তিনি আরও আশা প্রকাশ করেন জাতিসংঘের আসন্ন ৭৯তম অধিবেশনে আফগানিস্তানের ব্যাপারে বর্তমান পরিস্থিতি ও বাস্তবতার আলোকে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অন্যদিকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত ইসলামিক আমিরাতের রাজনৈতিক দপ্তরের প্রধান সোহেল শাহিনও জাতিসংঘের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, আফগান সরকারের প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানো জাতিসংঘ এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতির কারণ হবে। শাহিন আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্ত জাতিসংঘের নীতির পরিপন্থী এবং সংস্থাটির ঘোষিত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

ইসলামিক আমিরাত মনে করে, জাতিসংঘের এই সিদ্ধান্ত আফগান জনগণের কণ্ঠস্বরকে দমন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের স্বার্থ রক্ষার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত