নিউজনেস্ট

নতুন আরও ৭ শতাংশ কৃষিজমি বৃদ্ধি আফগানিস্তানের 

নতুন আরও ৭ শতাংশ কৃষিজমি বৃদ্ধি আফগানিস্তানের 
আফগানিস্তানের কৃষি জমি। ছবি: হুররিয়াত রেডিও

সম্প্রতি আফগানিস্তানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৬ মাসে চাষযোগ্য জমির পরিমাণ ৭ শতাংশ বেড়ে আফগানিস্তানে এ বছর চাষ হয়েছে মোট ৩ মিলিয়ন হেক্টর জমি। যা আফগানিস্তানের অর্থনীতি এবং কৃষির জন্য ইতিবাচক সংবাদ।

প্রতিবেদনের তথ্যমতে, উল্লেখিত এই ৩ মিলিয়ন জমির মধ্যে ২.১ মিলিয়ন হেক্টর জমি চাষ হয়েছে সেচের মাধ্যমে। আর ৯ লাখ ১৭ হাজার হেক্টর জমি চাষ করা হয়েছে বৃষ্টির পানিতে। সেচকৃত জমির মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে হেলমান্দ, হেরাত, কান্দাহার ও কুন্দুজ প্রদেশে। অন্যদিকে বৃষ্টিনির্ভর জমিতে সর্বোচ্চ ফসল উৎপাদন হয়েছে তাখার, হেরাত, ফারিয়াব ও বাদঘিস প্রদেশে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের তুলনায় বালখ, হেরাত, তাখার ও সারপুল প্রদেশে সেচকৃত জমির পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, এই পরিসংখ্যানগুলো দূরবীন ও মহাকাশ থেকে তোলা ছবি ব্যবহার করে সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত আফগানিস্তান একটি কৃষিভিত্তিক দেশ। দেশটিতে মাদকদ্রব্য চাষ নিষিদ্ধ করার পর থেকে তালেবান সরকার কৃষি খাতে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। ফলে বর্তমানে কৃষি খাত আফগানিস্তানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত