নিউজনেস্ট

জাতিসংঘের নীতি আফগানিস্তানের উন্নতির অন্তরায়: তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

জাতিসংঘের নীতি আফগানিস্তানের উন্নতির অন্তরায়: তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ
ইসলামি ইমারাত আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। ছবি: সংগৃহীত

সম্প্রতি ইসলামি ইমারাত আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ  জাতিসংঘের প্রতি সমালোচনা করে বলেন, আফগানিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে জাতিসংঘ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। জাতিসংঘের বর্তমান নীতিমালা আফগানিস্তানের অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপনের পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের বিশ্বের সাথে সংযোগ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের উচিত এ ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করা। এবং আফগানিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য জাতিসংঘের বাধাগুলো অপসারণ করা প্রয়োজন এবং তাদের বর্তমান নীতিগুলোর পুনর্বিবেচনা করা উচিত। যাতে আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তান কার্যকরভাবে অংশ নিতে পারে।’

জাতিসংঘের নীতিমালার সমালোচনা করে জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ইতিবাচক সংযোগ স্থাপনই বর্তমান সংকটের সমাধানের অন্যতম পথ হতে পারে।

উল্লেখ্য, জাবিহুল্লাহ মুজাহিদের এমন বক্তব্যের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যায়, জাতিসংঘ কর্তৃক ইসলামি ইমারাত আফগানিস্তানের কোন প্রতিনিধিকে জাতিসংঘের চলমান সাধারণ আধিবেশনে না রাখার বিষয়টিকে। যে ঘটনায় আফগান সরকার অসন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘের উপর।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত