নিউজনেস্ট

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৩ সিরিয়ান নাগরিকের মৃত্যু

ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া লেবাননের বালাবাক শহরের একটি এলাকা। ছবি: এএফপি
ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া লেবাননের বালাবাক শহরের একটি এলাকা। ছবি: এএফপি

সম্প্রতি পূর্ব লেবাননের ইউনিন শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ইউনিন শহরের অনেক এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। যার ফলে  হতাহতদের উদ্ধার করতে উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়।

এদিকে হতাহতের ব্যাপারে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রতিবেদনে প্রথমে নিহতের সংখ্যা ২০ বলা হলেও পরে তা বেড়ে ২৩-এ পৌঁছায়। আহত হয় আরও ৮ জন, যাদের মধ্যে ৪ জন লেবানিজ। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।  

এদিকে গেল ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার লেবাননের সংবাদ সংস্থা জানায়, বেকা উপত্যকার এই শহরে গত রাতে চালানো হামলায় নিহতরা বেশিরভাগই ছিলেন সিরিয়ান শ্রমিক।

উল্লেখ্য,  ইসরায়েলি বিমান হামলায় ইউনিন ছাড়াও বালবাক, হারমেলসহ আরও কয়েকটি শহরের ব্যাপক ক্ষতি হয়। যার ফলে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও মানবিক বিপর্যয়।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত