চট্টগ্রাম নগরীর লালখান বাজারস্থ জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্সের মাঠে ১০ দিন ব্যাপী ইসলামি বইমেলার উদ্ভোধন হয়েছে। এতে দেশের স্বনামধন্য প্রকাশনী সহ নানান প্রকাশনীর অংশগ্রহণ ঘটেছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র জুমার নামাজের পর চট্টগ্রাম ইসলামি বইমেলা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বইমেলার শুভ উদ্ভোধন করেন মুফতি হারুন ইজহার। পরে তিনি উপস্থিত প্রকাশক, পাঠক এবং জনসাধারণের সামনে উদ্ভোদনী বক্তব্য রাখেন।
বক্তব্যে মুফতি হারুন ইজহার বলেন, ‘এই বইমেলা আমাদের সাংস্কৃতিক জাগরণ এবং সাংস্কৃতিক যুদ্ধের অংশ। একুশে বইমেলায় মৌলিকত্বের জায়গায় থেকে ইসলামকে রিপ্রেজেন্ট করা হয় না, বরং অনেকাংশে ইসলামি ভাবধারাকে মাইনাস করার সমূহ আয়োজন থাকে। সুতরাং আধিপত্যবাদী বইমেলার বিপরীতে দাঁড়িয়ে আমাদের এই ইসলামি বইমেলা ইসলামের মূল আবেদন এবং সাংস্কৃতিক জায়গা থেকে ইসলামকে ধারণ করার ম্যাসেজ নিয়ে হাজির হয়। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক এবং চিন্তাগত দিক দিয়ে প্রজন্মের উত্তরোত্তর উন্নতির এক অনবদ্য আয়োজন ইসলামি বইমেলা।’
বইমেলায় সকল শ্রেণির জনতাকে তিনি আহবান করে বলেন,‘আপনারা বইমেলায় আসুন, সঙ্গে আপনজনদের নিয়ে আসুন। নিজে কিনুন, অন্যজনকে দাওয়াতি উপহার দিন। ঘরে ঘরে ইসলামি সংস্কৃতির ছোট্ট ছোট্ট দূর্গ গড়ে তুলুন।’