নিউজনেস্ট

গাজা যুদ্ধের ৩৫৭তম দিন, যা ঘটলো সারাদিন

গাজা যুদ্ধের ৩৫৭তম দিন যা ঘটলো সারাদিন
ছবি: হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের অফিসিয়াল ওয়েবসাইটের সৌজন্যে।

বছর পূর্ণ হতে আর মাত্র ৮ দিন বাকি গাজা যুদ্ধের। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৭তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ইসরায়েলের উপর আক্রমণ করেছে ফিলিস্তিনের বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন।  

কাসসাম ব্রিগেড

  • কাসসাম ব্রিগেড খান ইউনিস শহরের পূর্বে সুফা এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর একটি পাইলিং ড্রাইভিং মেশিন এবং তার পাশে থাকা ইঞ্জিনিয়ারিং ইউনিটের একটি সেনাদলের উপর দুটি ইয়াসিন-১০৫ মর্টার শেল দিয়ে আক্রমণ করে। এতে অনেক জায়োনিস্ট সেনা হতাহত হয়।
  • আল-কাসসাম ব্রিগেড খান ইউনিস শহরের পূর্বে সুফা এলাকায় ইয়াসিন-১০৫ মর্টার শেল দিয়ে একটি মারকাভা-৪ ট্যাঙ্ককে টার্গেট করে। এতে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়। পরে হেলিকপ্টার এসে হতাহতদের উদ্ধার করে।
  • কাসসাম ব্রিগেড খান ইউনিস শহরের পূর্বে সুফা এলাকায় ইয়াসিন-১০৫ মর্টার শেল দিয়ে একটি ডি-৯ সামরিক বুল্ডোজারকে টার্গেট করে।

 আল আকসা শহিদ ব্রিগেড

  • আল আকসা শহিদ ব্রিগেড বালাতা শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর মেশিনগান দিয়ে ব্যাপক আক্রমণ চালায়। এবং বালাতা শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক যানে কয়েকটি ‘জৌফি’ বোমার বিস্ফোরণ ঘটায়।

আল আকসা মার্টার ব্রিগেড

  • আল আকসা ব্রিগেড নেটজারিম এলাকায় একটি স্বল্প পাল্লার ১২৭-এমএম ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হেড কমান্ডিং কন্ট্রোল সেন্টারে আক্রমণ করে।
আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত