নিউজনেস্ট

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৫৮১ জনের প্রাণহানি

জুলাই-আগস্ট অভ্যুত্থানে ১৫৮১ জনের প্রাণহানি
গত ৫ই আগষ্টে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পালানোর পর ছাত্রজনতা প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি ও জাতীয় নাগরিক কমিটি প্রাথমিক তথ্যে জানিয়েছে, গত জুলাই-আগস্টের অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার হাতে সারা দেশে প্রাণ হারিয়েছেন ১,৫৮১ জন। যাদের বেশির ভাগই ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ এবং দরিদ্র পরিবারের।

পাশাপাশি, প্রাথমিক তথ্য অনুযায়ী মাদরাসার শিক্ষার্থীদের মাঝেও প্রাণ হারিয়েছেন প্রায় ৭৭ জন। যাদের প্রায় সকলেই ২০ বছরের নিচের শিশু-কিশোর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। এতে আরও জানানো হয়, সহিংসতায় আহত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। তবে এটি চূড়ান্ত নয়, আহত ও নিহতের সংখ্যা এখনও যাচাই-বাছাই করা হচ্ছে।

স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম জানান, জেলা পর্যায়ে গঠিত কমিটিগুলো তথ্য যাচাই করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত তালিকা জমা দেবে। তালিকা তৈরিতে বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংস্থা সহায়তা করেছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত