নিউজনেস্ট

এশিয়ার সবচেয়ে স্থিতিশীল মুদ্রার দেশ এখন আফগানিস্তান  

আফগানিস্তানের অর্থমন্ত্রী দ্বীন মোহাম্মদ হানীফ। ছবি: আফগান অর্থ মন্ত্রণালয়েরর অফিসিয়াল ওয়েবসাইটর সৌজন্যে

আফগানিস্তানের অর্থনীতি বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই গত এক বছরে ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান ১৪.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ পরবর্তী দেশটির অর্থনীতিতে যা বড় ধরণের অগ্রগতি।  

ডলারের বিপরীতে আফগানি মুদ্রার উন্নতি

গত বছর ১ ডলার বিনিময় করতে যেখানে ৭৮.৮৬ আফগানি প্রয়োজন হতো,  বর্তমানে সেখানে মাত্র ৬৮.৮৮ আফগানিতে ১ ডলার পাওয়া যাচ্ছে। ফলে মুদ্রার এই উন্নতি আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থাকে সুসংহত করে দেশটির অর্থনীতিকে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মুদ্রার মান বৃদ্ধির কারণ

আফগানিস্তানের অর্থনৈতিক বিভাগ এই মূল্যবৃদ্ধির পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছে। তাদের মতে, আফগান ব্যাংকের কার্যকর মুদ্রানীতি এই উন্নতির প্রধান চালিকা শক্তি। এছাড়াও, অর্থ পাচার রোধ, রপ্তানি বৃদ্ধি, এবং জাতীয় ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পগুলোর সূচনা মুদ্রার মান বৃদ্ধিতে সাহায্য করছে। একইসঙ্গে সরকারি ব্যয়ের নিয়ন্ত্রণ ও প্রশাসনিক স্বচ্ছতাও  মুদ্রার স্থিতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

আফগানি মুদ্রার বৈশ্বিক অবস্থান

এদিকে বিশ্ববিখ্যাত অর্থনীতি বিষয়ক সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে আফগানি মুদ্রার বৈশ্বিক স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানি মুদ্রা বর্তমানে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে এবং এশিয়ার মধ্যে সবচেয়ে স্থিতিশীল মুদ্রা হিসেবে স্বীকৃত। এই স্বীকৃতি আফগানিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

মোটকথা, আফগানিস্তানের অর্থনীতির জন্য এই অগ্রগতি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি বর্তমান নীতি ও প্রকল্পগুলো সফলভাবে চালিয়ে নেওয়া হয়, তাহলে আফগানিস্তান অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে পারবে এবং ভবিষ্যতে আরও উন্নতি করতে সক্ষম হবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত