গতকাল ইসরায়েলে বড় ধরনের হামলা এবং সাম্প্রতিক সময়ে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ইসরায়েলের আক্রমণ মধ্যপ্রাচ্যের বড় সংঘাতের জানান দিচ্ছে। সম্ভাব্য এই যুদ্ধে কে এগিয়ে থাকবে তা অনেকটা নির্ভর করে কার সামরিক ভাণ্ডার কত সমৃদ্ধ তার উপর।
ইরান ইসরায়েল উভয় দেশই বিশ্বে সামরিক শক্তিতে বেশ এগিয়ে। আন্তর্জাতিক কিছু পরিসংখ্যান অনুযায়ী দুই দেশের সামরিক শক্তি নিম্নরূপ:
২০২৪ সালের বিশ্ব র্যাংকিং
- সামরিক র্যাংকিংয়ে ইরান ১৪তম; ইসরায়েল ১৭তম।
স্থল বহর
- ট্যাংক: ইরান: ১৯৯৬টি; ইসরায়েল: ১৩৭০টি।
- সাঁজোয়া যান: ইরান: ৬৫,৭৬৫টি; ইসরায়েল: ৪৩,৪০৭টি।
নৌ বহর
- নৌ বহরে সারাবিশ্বে ইরানের স্থান ১০১তম; ইসরায়েলের ৪৬তম।
- সাবমেরিন : ইরান: ১৯টি; ইসরায়েল: ৫টি।
শক্তিশালী যুদ্ধজাহাজ:
- ইরান: ফ্রিগেট ৭টি
- ইসরায়েল: সাটার-৫ ও সাটার-৬ এর মতো শক্তিশালী যুদ্ধ জাহাজ
প্রতিরক্ষা বাজেট
- ইরান: ৯.৯ বিলিয়ন মার্কিন ডলার
- ইসরায়েল: ২৪ বিলিয়ন মার্কিন ডলার
সৈন্য সংথ্যা
- ইরান: সক্রিয় সৈন্য সংখ্যা: ৬,১০,০০০ রিজার্ভ সৈন্য: ৩,৫০,০০০
- ইসরায়েল: সক্রিয় সৈন্য সংখ্যা: ১,৭০,০০০ রিজার্ভ সৈন্য: ৪,৬৫,০০০
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
- ইরান: মোট যুদ্ধবিমান: ৫৫১টি; অ্যাটাক যুদ্ধবিমান: ১৮৬টি
- ইসরায়েল: মোট যুদ্ধবিমান: ৬১২টি; অ্যাটাক যুদ্ধবিমান: ২৪১টি
সূত্র: ইকাড ফ্যাক্টস
আতিকুর রহমান
- আতিকুর রহমান#molongui-disabled-link
- আতিকুর রহমান#molongui-disabled-link
- আতিকুর রহমান#molongui-disabled-link
- আতিকুর রহমান#molongui-disabled-link