নিউজনেস্ট

ইরাক থেকে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা 

ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলকে লক্ষ্য করে ইরাক থেকে ক্ষেপনাস্ত্র ছোড়ার একটি মূহুর্ত । ছবি : আল জাজিরা

গতকাল ৫ অক্টোবর শনিবার ইসরায়েলের হাইফা লক্ষ্য করে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলকৃত এলাকায় ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি রেসিস্ট্যেন্স ইন ইরাক। বার্তা প্রদান এ্যাপ টেলিগ্রামে প্রচারিত হামলার ভিডিও ক্লিপে দেখা গেছে, ইরাকের অজ্ঞাত অঞ্চলের একটি প্লাটফর্ম থেকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও কামিকাযি ড্রোন নিক্ষেপ করা হয়। হামলার ব্যাপারে এক টেলিগ্রাম বার্তায় প্রতিরোধ দলটি জানায়, গাজা ও লেবাননে  ইসরায়েলের আগ্রাসনের জবাবে গতকাল সকালে এই হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইসলামিক রেসিসট্যান্সভ ইন ইরাক একটি যৌথ সংগঠন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় নতুন করে ইসরায়েল আগ্রাসন শুরু করলে ইসরায়েলকে প্রতিরোধের লক্ষ্যে এবং ইরাকে মার্কিন হামলা প্রতিরোধের লক্ষ্যে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত