আজ ঐতিহাসিক ৭ই অক্টোবর উপলক্ষে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হাইয়া বলেছেন, ইসরায়েল নিজের ব্যাপারে অপ্রতিরোধ্য হওয়ার যে ভ্রম তৈরি করেছিল, ৭ই অক্টোবরের হামলা তা বিচূর্ণ করে দিয়েছে।

খলিল আল হাইয়া আরও বলেন, আমরা ইতোপূর্বে যা প্রত্যাখান করেছি পুনরায় আজ তা মেনে নিব না। এবং কোনভাবেই আমাদের জনগণের অধিকার আদায় থেকে পিছনে ফিরব না। আর শক্তি ও ক্ষমতা বলে দখলদার ইসরায়েল এতো দিনে যা অর্জন করতে পারেনি, আগামিতে আলোচনার মাধ্যমে তা কখনোই অর্জন করতে পারবে না।

খলিল আল হাইয়া তার বক্তব্যে আরও যোগ করে বলেন, ফিলিস্তিন ইস্যু বর্তমানে সারা বিশ্বে এক নম্বর ইস্যুতে পরিণত হয়েছে। এবং সকলেই এটা বুঝতে পেরেছে যে, ফিলিস্তিনের জনগণ তাদের অধিকার না পাওয়া পর্যন্ত এ অঞ্চলে কোনভাবেই শান্তি বা নিরাপত্তা ফিরে আসবে না।

তিনি আরও বলেন, ‘তুফানুল আকসা’র সূচনা এমন সময়েই হয়েছে, দখলদার ইসরায়েল যখন এ অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। শুধু তাই নয়, ইসরায়েল তখন ফিলিস্তিন ইস্যুকে সম্পূর্ণরূপে ধামাচাপা দিয়ে আঞ্চলিক জোট গঠন করতে চক্রান্ত করছিল।

১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত আমাদের জনগণকে ইসরায়েলিকরণের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। চতুর্মুখী অত্যাচার ও ধ্বংসযজ্ঞ চালানোর পরও আমাদের জনগণ আজও স্বদেশের মাটি আঁকড়ে রয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *