আজ ৭ই অক্টোবর সোমবার ঐতিহাসিক তুফানুল আকসার এক বছর পূর্তি উপলক্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বক্তব্য প্রদান করেছেন।
বক্তব্যে আবু উবাইদা বলেন, বিশ্বের সবচেয়ে সফল কমান্ডো অপারেশনের এক বছর পেরিয়ে গেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কারণে ঐতিহাসিক এই হামলা শ্ত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। এই হামলা মূলত দশকের পর দশক ধরে চলা আগ্রাসনের প্রতিক্রিয়া ছিল।
তুফানুল আকসার পর থেকে চলমান যুদ্ধে আমরা শত্রুর প্রচুর ট্যাঙ্ক, সাঁজোয়া যান ধ্বংস করেছি। আমাদের বীর যোদ্ধারা এখনও এমন এক অসম যুদ্ধে পূর্ণ সাহসিকতার সাথে লড়াই করছে, যেখানে প্রতিপক্ষ কোন প্রকার মানবতাবিরোধী অপরাধ করতে বাকি রাখেনি।
কৃতজ্ঞতা আমাদের জনগণের প্রতি। দখলদার ইসরায়েলের এত আগ্রাসনের পরও তারা অতি মানবীয় ধৈর্যের পরিচয় দিয়েছে। এবং সব হারনোর পরও আমাদের সমর্থন করে যাচ্ছে।
ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থনের ব্যাপারে বক্তব্য
বক্তব্যে আবু উবাইদা ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থনের ব্যাপারে বলেন, পৃথিবীর বিতাড়িত এবং লাঞ্চিত সত্ত্বা হচ্ছে জায়নবাদী সত্তা। এই সত্তা মার্কিন প্রশাসনের একটি রশি ছাড়া কিছু নয়। সময়ের স্রোতে একদিন অবশ্যই এই রশি ছিঁড়ে যাবে।
এছাড়াও বক্তব্যে আবু উবাইদা লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ বাহিনীগুলোর প্রশংসা করে বলেন, ইরাক থেকে ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধ বাহিনীগুলো ইসরায়েলের আকাশে উড়ে বেরাচ্ছে এবং শত্রুর ব্যাপক ক্ষতিসাধন করছে। আমরা বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ এসব প্রতিরোধ বাহিনীর প্রশংসা করি।
আরবদের নিষ্ক্রিয়তার তিরস্কার
অপরদিকে চলমান যুদ্ধে আরবদের নিষ্ক্রিয়তার তিরস্কার করে আবু উবাইদা বলেন, এই যুদ্ধে আমাদের বীর জনগণ আরবদের বিশ্বাসঘাতকতা, তাদের শাসকদের কাপুরুষতা এবং শত্রুর লেজুড়বৃত্তি ও ইসরায়েলকে সহায়তা সত্ত্বেও দৃঢ়তার সাথে শত্রুর সামনে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা